অক্সিজেন
আল্লাহ উৎপন্ন করেছেন সবুজ ফসল,
যা থেকে সবুজ পল্লব সৃষ্টি হয় আসল।
গাছের সবুজ অংশ যতই ক্লোরোফিল,
জীবন রক্ষাকারী যত মহৌষধ বা পিল।
বাতাস ও অক্সিজেন ছাড়ে সবার জন্য,
মানুষ জীব জন্তু পশু পাখি ও যত বণ্য।
প্রকৃতিতে তৈরী উদ্ভিদকে আশ্রয় করে,
পায়ের নিচের ঘাসেও অক্সিজেন ধরে।
ঘাস কাজ করছে নিখুঁতভাবে অবিরত,
অক্সিজেন তৈরীর প্রক্রিয়ায় নিয়োজিত।
সবুজ পাতাই বিশ্বের বড় রসায়নাগার,
এখন সময় অবহেলিত মানুষ জাগার।
স্রষ্টার পরিচয় লাভ করার যেন এক মন্ত্র,
সবুজ বৃক্ষের প্রতিটি পত্র যেন এক গ্রন্থ।
আল্লাহর নূরে মোহাম্মদ (সাঃ) সৃষ্টি হলেন,
মোহাঃ (সাঃ) এর নূরে সমগ্র জগৎ দিলেন।