অগ্রগণ্য
খোদা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য
জ্বীন আর মানুষকে এ ধরণীতে তাই
আশরাফুল মাখলুকাত মানব জাতি
তাঁর উপাসনা করে সব হব অগ্রগণ্য।
রাব্বুল আলামীন তিনি কতো মহান
মানুষ জীব জন্তু পশুপাখি পৃথিবীতে
অসংখ্য অগনিত যতো যেখানে বাস
করে খাদ্য ভরে রাখেন পুরো জাহান।
তাঁর দয়ার ফলে আমরা বেঁচে আছি
কিন্তু মহান রাব্বুল আলামীন আরো
রাসুল করিম (স.) এর প্রদর্শিত পথে
না চলে সঠিক সুন্দর পথ ভুলে গেছি।
সৃষ্টির সেরা জীব হিসেবে চলে গেলে
এবাদত বন্দেগী করে আল্লাহর খাছ
করুণার জন্যে দুনিয়া ও আখেরাতে
আমাদের কতো সুখ ও শান্তি মিলে!