অগ্রগণ্য
সহজে পচন রোধক বিষ দেয়ারই জন্য
চিটিংবাজরা প্রত্যেহ সুস্বাদু স্বাস্থ্য সম্মত
খাদ্যে ফরমালিন মিশ্রণে তারা অগ্রগণ্য।
খাদ্য তালিকায় বিষের পরিমাণই বেশি
আমাদের প্রতিদিনের যা থাকছে তাতে
অসাধু ব্যবসায়ীরা সকল এজন্য দোষী।
কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়
মান্যবর ডাক্তার সাহেবরা কমিশন পথ্য
বাণিজ্যের লোভে পড়ে যা মুনাফা পায়।
সহজ-সরল মানুষ তাই ভক্ষণ করে যান
ডাক্তার সাহেবরা ঔষধ হিসেবে যা লিখে
দেন তাই সাধারণ লোক অনায়াসে খান!
অকাল মৃতু্র কোলেও কতো পড়ে ঢলে
বাজারের ভেজাল পথ্য খেয়ে অনেকের
দীর্ঘ মেয়াদি অসুখে জীবনটি যায় চলে!