অধিক সুখ
কখনো মানুষ থাকতে চায়না একা
যখন তার দুঃখ গুলো কেউ বুঝার
চেষ্টাও করে না তখন সে নিজেকে
অন্তরালে রয় হতেও দেয়নি দেখা।
অন্যের কাছে প্রকাশ করতে নেই
নিজের দুঃখ টুকু এতে মজা নেবে
সময় মত সব উপহাস করবে আর
সুযোগ পেলে আঘাত করবে সেই।
জল যেমন একদা বরফ হয়ে যায়
অধিক ঠান্ডা হতে হতে ঠিক তেমন
একটা মনও পাথর হয়ে যায় যখন
অন্তরের মধ্যে অত্যধিক দু:খ পায়।
কারো অবহেলিত মহব্বতের চেয়ে
জীবনে একা থাকা অনেক ভালো
একাকীত্ব জীবনে সীমাহীন সুখের
না হলেও দু:খ কষ্ট দূরে যায় ধেয়ে।