শিশুরাই হলো পৃথিবীর অনন্য রুপ,
মানব জাতি রক্ষার বহমান স্বরুপ।
নতুন করে শিশুর জন্ম যদি না হত,
পৃথিবীর সব মানবজাতি হারিয়ে যেত।
মানুষের সংখ্যা বৃদ্ধি জগৎ সৃষ্টির পর,
পরিবার বংশ রক্ষার কেবল মাত্র ভর।
শিশুরা মা-বাবার ভালোবাসার ধন,
আগামী দিনের তারাই পরিপূর্ণ জন।
মা-বাবা ছাড়া আসার নেই যে সুযোগ,
তাঁরাই ভরসা সন্তানদের হলে দূর্ভোগ।
তাঁদের স্নেহেই উঠে সবশিশু যত বেড়ে,
সকলে দেশ রক্ষার হাতিয়ার হয় তেড়ে।
সমাজে শিশুর ব্যতিক্রম কিছু হয়ে যায়,
অনাথ ছিন্নমূল-পথশিশুদের সবে পায়।
মা-বাবা পরিবার ও সমাজ আর রাষ্ট্র,
শিক্ষার সুযোগ দিলে তারাও হবে শ্রেষ্ঠ।
বিদ্যালয়ে গিয়ে শিশুরা খেলার ছলে,
শিক্ষাকে তারা আনন্দময় করে তোলে।