অমূল্য রতন
শুধু সন্তানদের জন্য চিন্তা থাকে সদা
এমন দরদি মা ও বাবা যাদের ছেড়ে
চির দিনের জন্যও চলে গেছেন তারা
বোঝেন অমূল্য সম্পদ দিলেন খোদা!
শখ আহলাদ তাঁদের প্রত্যাশা কতো
স্বপ্ন স্বাদকে বিসর্জন দিয়েছেন তাঁরা
কেবলমাত্র আমাদের জন্যে দিন রাত
কিছু না খেয়ে আদর করেছেন শতো!
যেদিন হতে পৃথিবী ছেড়ে গেলেন চলে
সেদিন থেকে মনে হয় কী যেনো হেরে
গেল বুকটা হঠাৎ কেঁপেই ওঠে চোখের
পানি অঝোর ধারায় ঝরে ইহার ফলে!
শান্তনার এমনি কোনো বাণী নেই জানি
যেনো মাতা পিতার অভাব পূরণ করতে
পারে তাঁদের স্নেহের পরশটি পৃথিবীতে
কোথাও কেউ দিতে পারে না সবে মানি!
এমন পিতা মাতার জন্য প্রার্থনায় থাকি
আল্লাহ তায়ালা যেনো আমাদের সবার
মা বাবাকে দুনিয়া ও আখেরাতের উত্তম
স্থান দান করেন হৃদয়কে দোয়াতে রাখি!