আজব পৃথিবী
আজব প্রানীর নাম মানুষ
সকল আল্লাহর আবিষ্কৃত
তাঁদের দৌরাত্ম্য উদাত্তস্বর
শক্তির জোরে আর দাপটে
চললে থাকেনা তাদের হুশ।
মানুষের বড় আবিষ্কার টাকা
অনেকে ঘুরে টাকার পিছনে
কেমন করে বেশী তারা নিবে
অনুকূলে সর্বদা আছে ধান্ধা
যেথায় নেই যে কোন ফাঁকা।
জগতের মধ্যে যার ই যত
সমস্যা সমাধান হচ্ছে কত
আজব পৃথিবীতে মানুষের
চলার পথে বাহ্যিক ব্যবহার
সবার উপর প্রমাণ শতশত।
বর্তমান সময় চিন্তা হেথায়
বদলে গেছে অনেক যেথায়
মসজিদ ও মন্দিরের সেথায়
গরীবরা ভিক্ষায় বসে বাইরে
ধনীরা জিকির করে ভিতরে।
বর যাত্রায় বর পিছনে থাকে
বাকি মানুষ যায় আগে ভাগে
কেমন আমাদের সমাজ রীতি
মৃত দেহ যাত্রায় সবার আগে
অন্যরা পিছে স্রষ্টার নাম হাঁকে।