আরো চাই আরো চাই
পৃথিবীতে হায়! কেহ শান্তি নাই
যার আছে অঢেল সম্পদ আর
টাকা পয়সা দালান অট্রালিকা
যত বেশী তার আরো কত চাই।
দোকান পাঠ বাজার যত হাটে
ব্যবসা বাণিজ্য করছে সকলে
আরো শত চাকরি বাকরি করে
জল স্থল নদী সমুদ্র খেয়া ঘাটে।
সকলে শুধু যেন পাওয়ার দায়
রাত পোহালেই সকাল সন্ধ্যায়
কিভাবে কোথায় কেমনই করে
সর্বক্ষণ রয় ধান্ধা কত যে পায়।