আশরাফুল মাখলুকাত
দয়াময় সৃষ্টিকর্তা আমাদের যিনি,
রহমান ও রহিম সকলের ই তিনি।
আল্লাহ তায়ালা আমাদের তো রব,
তাঁর কৃপার ফলে বেচে আছি সব।
আমরা খোদারই শ্রেষ্ঠ যত জাতি,
চেষ্টা করতে হবে রাখতেও খ্যাতি।
আমাদের তিনি দিয়েছেন যে প্রাণ,
ইমান আমলে সবে পাব কত ত্রাণ।
আমল আখলাকও যাদের ভালো,
সর্বদা তারাই জেলেছেন যে আলো।
আশরাফুল মাখলুকাত যত মানব,
পথ ভ্রষ্ট করতে আছে দেও দানব।
প্রকৃত আমলদার যারাই ইহকালে,
নেক আমলে শান্তি পাবে পরকালে।
ধরনীতে যত কিছু সব বিরাজমান ,
মোদের কল্যাণে আছে শত প্রমাণ।