ঈদের সওগাত

এবার রোজা শেষে আসছে
মুসলিমদের খুশির ঈদের দিন
সাউমের যতো বদলা দিতে
স্বয়ং সৃষ্টিকর্তা হোন জামিন।

সাউম রেখে সত্যবাদীর দিলে
আত্ব বিশ্বাস ও ইমানের বলে
যেমন শিশুরা মায়ের কোলে
তারা ভূমিষ্ট হয়ে থাকে নবীন।

পরিষ্কার করে মনের কালি
সকলে আল্লাহ আল্লাহ বলি
পরষ্পর করে রয় গলাগলি
একে অন্যকে বাসে না ভিন।

কলহ বিসম্বাদ সকলে ভুলে
আরো আল্লাহু আকবর বলে
দাঁড়িয়ে সোজা এক সামিলে
ভেদাভেদ মিটিয়ে কিন্তু চলে।

মোদের ধর্মের সৌন্দর্য কতো
প্রস্ফুটিত থাকে ছবির মতো
বিত্তবানদের কাছে আহ্লাদিত
যতোও নিঃস্ব এতিম মিসকিন।

চেয়েছেন যাহা আল্লাহ-নবি
ভেসে উঠে থাকে সেই ছবি
সব আমলনামাতে লেখা হবি
কে কঠোর আর কে মোমিন।

কত উল্লাস সবার দেখা যায়
সুখ শান্তির বাতাস লাগে গায়
যতো মুসলমান সব তাহা চায়
উৎফুল্ল হোক আকাশ জমিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *