কতো সমাদর !
পথে ঘাটে কতো ধান্দাবাজ
দল বেঁধে তারা কখনো চলে
মাথায় থাকে কি সুন্দর তাজ!
কথা বার্তায় পটু আরো সুন্দর
সাধু বেশে তারা করে চলাচল
মাঝে মধ্যে দেখায় যা সমাদর!
কখন যে কাকে কেমনে পটায়
এ চিন্তা ফিকির থাকে মাথায়
সুবিধা পেলে কত কি না ঘটায়!
তাদের যতো চালাকি বুঝা দায়
সতর্কতা অবলম্বন করে চললে
আল্লার সাহায্যে শত মুক্তি পায়!