কবরে শায়িত !
বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল দুই ভাই
প্রতিরাতের মতো হঠাৎ দাউ দাউ করে
জ্বলে ওঠে আগুন সব পুড়ে হলো ছাই!
সন্তানদেরকে বাঁচাতে শতো চেষ্টা করে
ওদের অসহায় মা বাবার আহাজারিও
কান্নাকাটিতেই বাতাস ভারী হলো পরে !
বুঝে ওঠার আগে পুড়ে শেষ হয়ে যায়
চোখের সামনে সেই আগুনে ঘুমন্ত দুই
শিশু সন্তানকে পুড়তে দেখে বাবা মায়!
স্নেহের সন্তানদের পুড়ে ছাই হতে দেখে
পাগলপ্রায় দুই শিশুর বাবা মা বারবার
জ্ঞান হারিয়ে কথা বলা বন্ধ হলো মুখে !
রাতে আগুন লেগে মারা যায় দুই ছেলে
প্রতিবেশী ও উপস্থিত সবার সহায়তায়
অবশেষে উভয়ের অগ্নিদগ্ধ লাশ মিলে !
পরের দিন সন্ধ্যার দিকে জানাজা শেষে
দুই ভাইকে কবরে শায়িত করা হলে পরে
সকলে এ ঘটনার জন্য দৃর্বৃত্তদের দোষে !