কর্ম স্পৃহা
সাফল্যের জন্যে সময় দিতে হবে
ভালোবাসা কঠোর পরিশ্রম আর
স্বপ্নকে বাস্তবতার লক্ষ্যে দেখতে
কঠিন হলেও সচেষ্ট থাকো তবে।
একটানা কাজ করার গুণ থাকে
যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি
কর্মের স্পৃহা আর সফল হওয়ার
সম্ভাবনা অধিক বেশী রয় ফাঁকে।
জীবনে সকলে লক্ষ্য ঠিক করো
সে লক্ষ্যটিকে নিজের জীবনের
অংশ বানিয়ে ফেলো চিন্তা করো
স্বপ্ন দেখো একনিষ্ঠ কাজ সারো।
একটি লক্ষ্য বস্তুকে ছড়িয়ে দাও
পুরো শরীরে সবার মস্তিষ্কে পেশী
রক্তনালীতে বহমান রেখে সবাই
নিষ্ঠাবান হয়ে কাজে লেগে যাও।
একজন এখন কত উপরে আছে
তা দিয়ে সাফল্য মাপা সঠিক নয়
নিচে পড়ার পরও কতোটা উন্নতি
অর্জিত ইহাই মূখ্য বিষয় হয়েছে।