কুৎসিত
ঐ লোকের আজ খুব খারাপ মন
যার চেহারায় কোন চাকচিক্য নেই
আছে সব চেয়ে কুৎসিত যে জন।
ও’যে দারুণ কুৎসিত চেহারার হয়
অবহেলিত আর ঘৃনার পাত্র হতে
পারে সর্বদা ভয়-ভীতিতে সে রয়।
নিজেকে নিয়ে ভাবলে সে ভোগে
শত প্রশ্ন ঘুরপাক খায় তার মনে
কুৎসিত কেন সর্বদা ইহা জাগে।
অজস্র কৌতুহল আরেকটু সুন্দর
চেহারাটা হলে কত ভালো হতো
তা না হয়ে খারাপ বিশ্রী অসুন্দর।
অন্তরে উঁকি মারে আরো কত শত
কথা বলার ভঙ্গি নয় ভালো বুদ্ধিও
নিম্মস্তরের এসব চিন্তাও করে যত।
হীনমন্যতায় প্রতিনিয়ত হৃদয় ভোগে
সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া আদায়ে
থাকুক আর যে না ভোগে এ রোগে।