কোকিলের বাসা
কাল বৈশাখী ঝড় হলো সবেমাত্র শেষ,
কাটে নাই প্রচন্ড গরমের এখন ও রেশ।
তরুলতা গাছ বৃক্ষ আছে যেথায় যত,
ফুল ফুটে সৌরভ ছড়ায় যেন শত শত।
জারুলের ডালে বসে কত যে দোয়েল,
দূর থেকে ডাকছে অনেকটি কোয়েল।
কৃষ্ণচূড়ায় শালিকের আরো কত দল,
মিলেমিশে থাকে তাই আছে ওদের বল।
শিমুল গাছ জুড়ে আছে কত যে ভ্রমর,
সুযোগ পেলে মারে তারা শতই কামড়।
কোথাও দেখি আমরা মৌমাছিদের ভিড়,
হরেক রকম পাখি বাঁধে তাদের যত নীড়।
পাহাড়ের চূড়ায় ও পাখি কুহু কুহু ডাকে,
কোকিলের বাসস্থান ও গাছ বৃক্ষে থাকে।