ক্ষুদ্র প্রাণীর অনুসরণ
পিঁপড়াই পৃথিবীর আদিতম ,
ক্ষুদ্রতর প্রাণীর সে অন্যতম।
ছোট প্রাণীটিরই কাছ হতে,
শেখার আছে অনেক তাতে।
কর্মের জন্য এত ক্ষুদ্র প্রাণী,
বহুবিধ গুণান্বিত সবে জানি।
তারা সব সময় একত্রে চলে,
একাত্মতায় থাকে দলে দলে।
রানি পিঁপড়া হলো দল নেতা,
নির্দেশে তারা চলে যথা তথা।
সবাই রানির কথামত থাকে,
শৃঙ্খলায় চলে সব এক সাথে।
শীতকালের জন্য খাবার টানে,
গরমের দিন তারা এসব আনে।
শীতকালে ঠান্ডায় কষ্ট যে হয়,
খাবার সংগ্রহে সারা বছর রয়।
কোনো বিপদে ও কেউ জড়ায়,
মুহূর্তের মধ্যে সে তথ্য ছড়ায়।
ক্ষুদ্র প্রাণীর থেকে শিখার কত,
অনুসরণে উপকৃত হব যে শত।