খেসারত
গভীর ভাবনায় আছি ভাই
কিভাবে সময় চলে যাচ্ছে
ইহা বুঝার যে সুযোগ নাই।
অনেক চিন্তা ফিকিরে চলি
অবস্থা কখন কিযে দাঁড়ায়
কথা প্রয়োজন হলেই বলি।
অস্বাভাবিক রয়েছে যতো
আজীবনও খেসারত দেয়
আরো ভোগে শতো শতো।
সময় দ্রুত বেগে চলে যায়
এর সঠিক মূল্যায়ন হলেই
জীবন ভর সুখ শান্তি পায়।
যারা অধিক শান্ত শিষ্ঠ হয়
কোনো ভেজালে থাকে না
আরামে জীবন যাপন রয়।