গরমের তীব্রতা !
গরমের অতিরিক্ত তাপ
ঘরে বাহিরে কত মানুষ
অসহ্য যন্ত্রণাতে ভোগে
অনেকে আরো বলছে
কি উষ্ণতা বাপরে বাপ!
অস্বাভাবিক তেজ যার
মাঠে ঘাটে ক্ষেতে আর
খামারে দারুণ কষ্ট সহ্য
করে নির্ধারিত অবস্থান
দখল করছে যার তার।
দুর্ভোগের কতো জ্বালা
প্রখর রোদের তীব্রতায়
মাথার ঘাম পায়ে ফেলে
অসহনীয় যাতনা ভোগ
করছে কাজে নেই হেলা।
অসহায় দিন মজুর যত
অসহনীয় দুর্গতি আরো
ব্যথা বেদনায় জর্জরিত
হয়ে অনেক লোক কিন্তু
শোকে দু:খে আছে শত!