গায়ে জোর
এ পৃথিবীতে অহংকার করোনা কেহ
ইজ্জত সম্মান টাকা কড়ি ধন সম্পদ
কারো আজীবন বহাল রয়নি আরো
থাকেনি শক্তি সামর্থ স্বাস্থ্য এবং দেহ।
কত লোকের অত্যধিক ছিলো জোর
শরীরের বল ঐশ্বর্য বিত্তের যতো যশ
রিপোর তাড়নায় পুরো হয়ে ছিল বশ
এসব লোপ পেয়ে চলে গেছে যতদুর।
অধিক অত্যাচারে কেউ রয়নি শান্তি
সময়ে অসময়ে দিনে দুপুরে যেকোন
লোকের উপরে চড়াও হওয়ার ফলে
নিজেদের ভাগ্যে ডেকে নেয় অশান্তি।
সময়ের ব্যবধানে সব চলে যাবে ভাই
ইবাদত ও বন্দেগী ছাড়া ইহ জগৎ ও
পরকালে সুখ সমৃদ্ধি ও শান্তির জন্যে
আল্লাহ তা’আলা ব্যতীত উপায় নাই।