চক্রান্ত
স্বার্থের জন্যে জমায় ভাব
চলা ফেরাতে খাতির সৃষ্টি
আর ধান্দায় মুনাফা সেরে
শেষে আহরণ করে লাভ।
সরল প্রকৃতির আছে যারা
দুষ্ট লোকদের চক্রান্তে পড়ে
টাকা কড়ি যা সহায় সম্পদ
হারানোর পরে ভোগে তারা
বাটপারদের যা চলার ভাব
তারা সকলের সাথেই তাল
মিলিয়ে চলে সুযাগ সুবিধা
করে নেয় কতো যেন লাভ।
ওদের সার্থসিদ্ধি করার পর
নিমিষেই চলে যায় চোখের
আড়ালে অনুসন্ধান করেও
তাদের পাওয়া যায়নি খবর।
কতো ভয়ানক রয় গতিবিধি
অর্থ সম্পদ মূল্যবান যা কিছু
লোটের ফিকিরে চলে সর্বদা
মুনাফা লাভে থাকে নিরবধি।