চমৎকার জীবন
সকলের জীবন চমৎকারও হতে পারে
প্রয়োজনে সাহস কল্পনা শক্তি সামান্য
কিছু টাকাকড়ি যথাযথ ও সঠিক স্থান
আর মহৎ কাজে ব্যয়ের পথ যদি ধরে।
জীবন হোক না কেন যেমন যত কঠিন
অবশ্যই এমন কিছু আছে যাহা করতে
সবে পারবে এবং সে কাজে সফল হবে
যদি সঠিক নীতিতে আরম্ভ করে রুটিন।
মানুষের জীবন সহজ নয় জটিলও নয়
জীবন জীবনের মতো আমরা ই ইহাকে
যথাযথ প্রচেষ্টা দ্বারা সহজ করি আবার
হাত গুটিয়ে কঠিন করি ফলে এমন রয়।
অনেকের জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে
যার উত্তর কখনও মেলে না কতো কিছু
ভুল থাকে শোধরানো যায় না শতো কষ্ট
সয় যা বলা যায় না কখনো অন্য কাকে।