জন্ম লগ্ন !
জন্ম লগ্ন হতে খাদ্য গ্রহণ করে
জীব জন্তু পশুপাখি কীট পতঙ্গ
অসংখ্য যতো এ ধরণীর প্রত্যন্ত
অঞ্চলে বিরাজমান আছে সবে
উপভোগ করতেছে জীবন ভরে।
আল্লাহ পাক কতোই মেহেরবান
এ জাহানের ফুল ফল নদী ভরা
জল আরোও অফুরন্ত খাদ্যদ্রব্য
আমাদের করেছেন দান এজন্য
সকলে মোরা গাই তাঁর গুনগান!
মোদের তরে মংগলজনক যতো
পরম করুনাময় আল্লাহ তায়ালা
পাহাড় পর্বত সাগর মহাসাগরেও
সর্বত্র আয়োজন করে রেখেছেন
অসংখ্য ও অগনিত শতো শতো!