জ্যোৎস্না রাত
রাতের প্রকৃতি যতো যেন আনন্দে ভরে
অনেকের জীবন ততো কিন্তু দুঃখ কষ্টে
জর্জরিত হয়ে সুখ ভোগ যায় শত দূরে।
জ্যোৎস্নায় রাতের আকাশ প্রকৃতি খুশী
সেথায় চাঁদ আছে বলে আর অনেকের
ঘনিষ্ঠ বন্ধু নেই সে জন্যেই তারা দুঃখী।
রাতের প্রকৃতি কতো সুযোগ করে দেয়
সকলকে বিভিন্ন শব্দের সাথে পরিচিত
হওয়ার আরো দূ:খ কষ্ট দূরে সরে নেয়।
রাত্রে বিভিন্ন পোকার শব্দ কানে জাগে
দিনে অন্যান্য আওয়াজের জন্য সকল
আওয়াজ কেমন যেনো রহস্যময় লাগে।
দিনে জঙ্গলের পশুদের আওয়াজ কত
রাতে পরিবেশ নিস্তব্ধতা হেতু চাপা পড়ে
যায় তাদের হুংকার গর্জন লুপ্ত রয় শত।
অন্ধকার মুখর রাতের প্রকৃতি কত স্তব্ধ
নিঝুম রাতের আঁধার পেরিয়েই ভোরের
দিগন্তে রক্তিম সুর্যটির আলো করে লব্দ।