ঝড় ঝঞ্ঝা
সেরা অভিজ্ঞতা হওয়া এখনও বাকি
তারুণ্য অর্ধেক দেখায় স্রষ্টায় বিশ্বাস
আর বার্ধক্যে প্রবেশ করুন জীবনের
সব দেখে সতর্ক হয়ে নির্ধিধায় চলুন
অনেকে কিন্তু উদাসীনতায় হয় দু:খী।
বার্ধক্য কোনো উপভোগের বিষয় নয়
তবে অনেক দুঃখ বিপদ ও ঝড় ঝঞ্ঝা
পেরুনোর অভিজ্ঞতাটির নামই বার্ধক্য
এ অবস্থাটি পেরিয়ে যাঁরা যাচ্ছে তাঁরা
বলতে গিয়ে তাঁদের ঠোঁট কাঁপতে রয়।
যে কথা বলতে চায় সেটাই বদলে যায়
বক্তব্যেও অন্য কথা প্রকাশ হয়ে পড়ে
যৌবনে যে ডাল কেটে দিয়েছে তাতেই
ভর দিয়ে রয়েছে বার্ধক্যে যেসব রাস্তায়
হেঁটেছে তাও এখন আর খুঁজে না পায়।
দীর্ঘ বাউবাব বনসাঁই হয়েছে জলে যাঁর
এখন ধ্বংসস্তূপ এলুমিনিয়াম ফয়েলের
মতো পড়ে আছে মরূদ্যানে ক্যাকটাস
হয়ে চেয়ে রয় বৃষ্টির সম্মুখে সব কিছুও
সম্পুর্ণভাবেই পরিবর্তন হয়ে গেছে তাঁর।