তাওবা মুছে ফেলে
পাপ মানবাত্মায় গভীর অন্ধকার সৃষ্টি করে
সে জন্যে তাওবার একান্ত প্রয়োজন মানুষ
যতো বেশী পাপ করে অন্তরেই অন্ধকারের
আস্তর গভীরতর হয়ে থাকে সব কিছু পরে।
অতিশয় অন্ধকার মুছে ফেলার মাধ্যম হল
আন্তরিক তাওবা মানবাত্মা থেকে সৃষ্ট কত
অধিক পাপ করায় হৃদয় কালো হয়ে গিয়ে
লোহা ও পাথরের ন্যায় শত শক্ত করে নিল।
মানুষ সাধনায় নেক প্রবৃত্তির বিকাশ ঘটায়
কু-প্রবৃত্তির বিরুদ্ধে হাজার বার চেষ্টা করে
অতীতের পাপের জন্য লজ্জিত হয়ে শেষে
পাপকর্ম না করার সংকল্পটি ভাগ্যে জুটায়।
গুণাহ কারীর অন্তরে কত কাল দাগ পড়ে
সেই কালিমা লিপ্ত চিহ্নে সমস্ত হৃদয় ছেয়ে
রয় এর নাম ‘রান’ মরিচিকা তওবা যদি না
করে অবশেষে মিথ্যায় নিমজ্জিত হয় পরে।
পাপ অন্তরে মিথ্যার আস্তর সৃষ্টি করে দেয়
একজন মুমিনের জীবনে পাপ কিংবা সীমা
লংঘনের প্রবণতাও মাথা চাড়া দিয়ে উঠতে
পারে যেহেতু মানব শত্রু শয়তান পিছু নেয়।