তাওয়াককুল
কারো যদি অস্বস্তি মিলে
ইবাদত বন্দেগীতে রতো
থেকে সৃষ্টি কর্তার উপরে
সম্পুর্ণ ভরসায় যাও চলে।
দুশ্চিন্তা পেরেশানিই সব
একমাত্র আল্লাহ পাকের
উপর পূর্ণ তাওয়াককুল
করলে দূর করবেন রব!
আমাদের স্রষ্টা মেহেরবান
অভাব অনটন দু:খ ব্যথা
নিজ দয়ায় দূর করে দেন
চলো সকলে গাই গুনগান!
তাঁর গুণ কীর্তনে হন খুশী
সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে
আরাধনা উপাসনার দ্বারা
প্রার্থনাও করি যেন বেশী!