তারা ঝিলমিল
আমাদের সৃষ্টি কর্তারই হাতে লিখা
কখন কার সাথে কোথা হবে দেখা।
কোনো লোক জানেনা কবে কখন
কারোও সাথে গিয়ে মিলবে জীবন।
হৃদয়ের মাঝে থাকে একটি চাওয়া
অন্তরংগ বন্ধু যে মনের মত পাওয়া।
যদি দিন হেরে যায় দিগন্তের কাছে
ঝরে যায় যদি ফুল বেলারও শেষে।
লুকিয়ে যায় রাত যদি তারার দেশে
বন্ধু আমি থেকে যাব তোমার পাশে।
স্বভাবিকভাবে রাতের রঙ হয় কালো
আরো জোসনায় রয় কোমল আলো।
কতোই যেনো মনোরম আকাশ নিল
বিস্তৃত রয়েছে তারা জ্বলে ঝিলমিল।
শততো গোলাপ ফুলের রঙ হয় লাল
বন্ধুত্ব আমাদের যা থাকবে চিরকাল।