দু:খ বেদনা
কেউ রোদন করেনা যদি না কখন
তাকে বিশ্বাস না করে তয় নিশ্চিত
জানো যে পৃথিবীর সুখ করে নাহি
ভোগ সবার মধ্যে সে অধম তখন।
পরের সুখ কখনো সহ্য হয় না তার
হতে পারে এমন কোনো আত্মচিত্ত
বিজয়ী মহাত্মা বিনা বাষ্পমোচনেই
গুরুতর মনঃপীড়া সহ্য করেন যার।
কস্মিনকালে তিনি না করেন সিক্ত
একবিন্দু অশ্রুজলে পৃথিবী কখনো
বিরলে তবে তিনি চিত্তজয়ী মহাত্মা
হলে হতে পারে কভু নয় অতিরিক্ত।
বেদনার অশ্রুও যাহা ঝরায় লোকে
তোমার মমতা কতো শতো মুল্যবান
মনি মুক্তা আরো রতন তাহা অনেক
মানুষের অশ্রু ভাবে ভুলেরই ঝোঁকে।