নিয়তির খেলা !
যথেষ্ট মানুষ আছে পৃথিবীর বুকে
কে কাহার ঠিকানা জানে অসংখ্য
অগনিত আরো থাকে সুখে দু:খে।
এদের মধ্যে অসহায় গরীব দু:খী
সবার আশে পাশে জীবন কাটায়
তারা অধিক সময়ে যন্ত্রণা ভোগী।
অনেক সময়ে ভুখা ফাঁকা থাকে
খাবার দাবার যোগাড় করতে না
পেরে মন ও আত্নাকে কষ্টে রাখে।
শতো দুর্ভোগ ও দুর্গতির জীবন
সামান্য প্রশান্তি আর সচ্ছলতার
জন্য চেষ্টায় রয় তাদের দেহ মন।
ধরণীর বুকে চলে নিয়তির খেলা
কেহ শাহী খানা খায় অট্রালিকায়
বাস করে কতো রয় অবহেলায় !