নিশি কালে
কেউ চলছে নিশি বেলা
বাসা বাড়ি আরো যতো
প্রতিবেশী সবাই ঘুমিয়ে
রয় তার যে কত জ্বালা!
তাকে ডাক দিলেই পরে
গতিবেগ থামিয়ে দাঁড়ায়
তার যাত্রার কথাটি বলে
চোখে কতো পানি জ্বরে!
একমাত্র ছেলে তার মা’র
শতো দুর্ভোগের সংসারে
সে হাল ধরে পরের বাড়ি
শ্রমিক মজুরের কর্ম যার।
রাতে বস্তিতে আগুন লাগে
ছেলেটি খবর পেয়ে গিয়ে
দেখে ওদের বসত ভিটাও
পুড়ে যায় সব আগে বাগে।
তার মায়ের দায় চিন্তা হয়
তাই তখনই নির্জন নিস্তব্ধ
রাত্রিতে দ্রুত বেগে আরো
যাত্রাতে অগ্রসর হতে রয়।
আল্লার যত করুণার ফলে
গভীর রাতে ঘুমের ঘোরেই
আগুন লাগে ঘরে খোদার
কৃপাতে মা’র রেহাই মিলে!