পতনের মূল !
যতো অহংকার সবি কিন্তু পতনের মূল
বুদ্ধিমানরা এ হেন দাম্ভিকতার মাধ্যমে
কখনো করে রয়না এ রকম কোন ভুল!
হঠাৎ কিছু পেয়ে যে আত্মাভিমান করে
যা পাওয়ার এমন কোনো যোগ্যতা তো
কোনো দিন অর্জন করেনি জীবন ভরে!
যে ব্যক্তি আপনার সাথে অহংকারী হয়
সর্বদা অহংকারই করে তার থেকে দূরে
সরে বুদ্ধিমানের দৃষ্টান্তই রবে জগৎময়!
অহংকার সুন্দর জীবন নষ্ট হওয়ার মূল
তাই কখনো কোন কিছুতে অহংকারের
বশিভূত হয়ে কেউ করনা যে এমন ভুল!
হয়তোবা শিক্ষিত অহংকারী হতে পারে
জ্ঞানী কখনো তা হতেই পারে না কারণ
তাঁরা সব সময় বুদ্ধিমত্তায় জীবন সারে!