পাগলের খেলা
একদিন দুপুর বেলা
দেখি পাগলের খেলা।
পাথরে পাথরে ঘষে
দৌড়ে লাফায় বসে।
কখনো হয় বিভোর
পাশে কয়েক কুকুর।
পাগলা কি যেন খায়
কুকুর ভিড় জমায়।
ওদেরকে কত দেয়
নিজের মুখেও নেয়।
ছিড়া ব্যাগ যত ঝাড়ে
ওরা লেজ তত নাড়ে।
কুকুরগুলো এত ভক্ত
তাদের চোখ ও শিক্ত।
লাঠিটি হাতে উঠায়
কুকুর লেজ গুটায়।
খাবার লয় কুড়িয়ে
কুকুর দেয় তাড়িয়ে।
এভাবেই চলতে রয়
ওরা তার তাড়া শয়।
সে কাছে নেয় ডেকে
আসে যে ওরা হেঁকে।
কখনো কুলে তুলে
মাথায় হাত ও বুলে।