প্রভা
জগতে মাতা পিতার সুখদায়ক সেবা
জ্ঞানী ও পণ্ডিতদের পরিচর্যা বার্ধক্য
পর্যন্ত নীতি পালন শ্রদ্ধাতে প্রতিষ্ঠিত
হওয়া প্রজ্ঞা লাভ ও সুখ জনক আর
পবিত্রতাতে সমৃদ্ধি অর্জন করে প্রভা।
পরিশোধ করা যায় না তো বাবার ঋণ
সাগরের জল সেচে শেষ হওয়ার নয়
ছোট্ট বেলা হতে যেমনভাবে রেখেছেন
বড় হলে তোমার বেশ আদর যত্ন সেবা
শুশ্রূষাতেও শোধ হবে না কোনো দিন।
যে জিনিস সবচেয়ে বেশি খেলা করে
বাবার মস্তিষ্কে সেটি হলো সন্তানদের
প্রতিষ্ঠিত করে যাওয়া আরো তাদের
সবচেয়ে বেশি উন্নতি ও সমৃদ্ধি করার
ফলে সুখে শান্তিতে বাস করতে পারে।
কখনো কেউ যেখানে ই যাও না কেন
পৃথিবীতে যদি পিতা ও মাতা জীবিত
থাকেন আল্লাহ তায়ালার কাছে তাঁরা
কায়মনে করজোড়ে কেবল এ প্রার্থনা
করেন সকলকে নিরাপদ রাখেন যেন।