প্রস্থান !

চীর স্মরণযোগ্য আজকের এ দিন
সহকর্মী জনাব মোঃ মমিনুল হকের বিদায়ী অনুষ্ঠানে ছোট্ট এক কবিতা
আমি আবৃত্তি করে যাব সরেজমিন!

বিদায়ের ব্যথাতে চোখে আসে জল
অদ্যকার আমার বিদায়ী আন্তরিক
সহকর্মীর সাথে অসংখ্য ও অগনিত
কত দিন কাটলো সিলেটের কর্মস্থল!

সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিতাম
উভয়ের ব্যক্তিগত পারিবারিক আরো অফিসিয়ালি বিষয় পরস্পরের মধ্যে তাতে কতো যেন সহযোগিতা পেতাম!

আগামীতে হয়তোবা দূরে চলে যাবে
দৃষ্টির আড়ালে গেলেও ভরসা আছে
জীবনের অবশিষ্ট সময়টুকুন যেনো
মায়া মহব্বতের টানে পরিপূর্ণ রবে!

চলে যাবে মোর একান্ত অন্তরংগ ভাই সময়ে অসময়ে মনের অজান্তে আমি অথবা আমরা হয়তো বা অনেক কষ্ট দিয়েছি ঐসব আপনি ভুলে যেতে চাই!

কর্ম জীবন শেষে সকল যাবেন চলে
অবশেষে একে অন্যের জন্যে স্রষ্টার
সকাশে প্রার্থনা করবো দুনিয়া আরো আখেরাতে যেনো সুখ-প্রশান্তি মিলে !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *