প্রাচীন কাল!
অনেক দিন পূর্বে আজি হতে
ছিলনা সে কালে পর্যাপ্ত রাস্তা
এবং ভাল বাহন তখনি মানুষ
চলাচল করতো কোনো মতে।
ছিল দুর্বিষহ যন্ত্রণা কষ্টের যুগ
সে সময় যাতায়াত করে কতো
হিমসিম খেতে হতো প্রয়োজন
কর্মে লোক করেছে কষ্ট ভোগ।
একদা ছুটছেই অবিরাম গতি
ডানে ও বায়ে না তাকিয়ে খুব
পেরেশানিতে দ্রুত বেগে চলে
যেনো ঠিক ছিল না তার মতি।
মাঠ ঘাট পেরিয়ে যায় কতো
আরো নদী নালা বাজার হাট
সকাল হতে দুপুর পর্যন্ত যতো
দৃষ্টি গোচর হয় তার শত শত।
চেহারায় রয় কত কষ্টের ছাপ
মনের অত্যধিক জ্বালা যন্ত্রণা
আরো অশান্তি দুশ্চিন্তার ফলে
বেড়ে গেলো দেহের যত তাপ!
হাসপাতালের শয্যায় তার বাপ
খুবই পরিশ্রমের পরে একাধারে
চলে অনেক রাস্তা পেরিয়ে পরে
পৌঁছে দেখে স্রষ্টা করছেন মাফ!