প্রাঞ্জল হাসি
প্রয়োজনে নিজেকে কঠোর করে
সমালোচনাকে স্বাগত জানাবার
সাহস রেখে চলাফেরা করো পরে।
জীবন মানেই ব্যর্থতা আর হতাশা
এজন্য মন মানসিকতা যতো পার
শক্ত করো কাজে দূর হবে নিরাশা।
নিজের প্রতি বিশ্বাস অগাধ রাখো
যোগ্যতার ওপর ভরসা ও শক্তিতে
বিনয়ী হয়ে পরিশ্রম করতে থাকো।
তবে কখনোই অতিরিক্ত খরচ নয়
সাশ্রয়ী হয়ে জীবন অতিক্রম যারা
করে সুখে শান্তিতে আজীবন রয়।
আমরা অনেক সময় যাই যে ভুলে
একটু আন্তরিকতার ছোঁয়া একটা
প্রাঞ্জল হাসিতে কত কি দূরে চলে।