বরণীয়
মানুষের জীবনে যত উত্তম গুণাবলী
তার মধ্যে বিনয় ও নম্রতা উন্নত গুণ
তাছাড়া আরো উত্তম চরিত্রের ভূষণ
এর ফলে বৈশিষ্ট্য বৃদ্ধি পায় বহু গুন।
বিনয় মানুষকে উচ্চাসনে সমাসীন ও
শেষে গ্রহণযোগ্যতাতে পরিণত করে
বিনয়ী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন
তেমনি মানুষেও স্নেহ করেন মন ভরে।
যে ব্যক্তি আল্লার উদ্দেশ্যে বিনয়ী হয়
আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন
বিনয়ীকে মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে
খোদাও ওঁর জটিলতা দুরিভুত করেন।
মানুষের হৃদয়ের মণি কোঠায় আসন
অর্জন করে যতো লোক চীর স্মরণীয়
হয়ে ধরণীতে আছেন ওঁদের প্রত্যেকে
বিনয়ী ও নম্রতার ফলে তারা বরণীয়।