বিচিত্র কত
প্রবাহিত হয়েছে যেন অসংখ্য খাল
সুন্দরবনের মধ্য দিয়ে আছে যত
বলেশ্বর রায়মংগল শিবসা পশুর
সব চেয়ে বেশী পরিচিতি এগুলোর
এ সব খালে হরেক রকমের মাছ
জেলেরা সব ধরে দিয়ে শত জাল।
বন্য প্রাণীদের যাদের নাম আছে
ওদের মধ্যে বাঘ হরিণ বানর
শুকর কুমির গুইসাপ অজগর
বালিহাঁস গাংচিল বক ঈগল ও
মাছরাঙা, সুন্দর ডাক আর কিচির
মিচির শব্দে চলাচলে তারা রয়েছে।
গাছের মধ্যে সুন্দরী গাছ ও যত
আছে গেওয়া কেওড়া গরান ও
ধুন্দল, কালের পরিক্রমায় দিন
দিন ছোট হচ্ছে সুন্দরবন ও তৃণ
লোকজন কাটছে গাছ বৃক্ষ বন
সাগর গ্রাসে ব্যস্ত স্রুত আছে কত।