বিপত্তি পেরিয়ে
নিজের প্রতি বিশ্বাস রাখো
যোগ্যতার ওপর ভরসা করে
শক্তিতে বিনয়ী যথেষ্ঠ আস্থা
থেকে সাফল্যের রাস্তা দেখো।
সকল ধরনের সন্দেহে থেকে
শত বাধা বিপত্তি সত্ত্বেও পূর্ণ
তপস্যা সাধনার দ্বারা উন্নতি
অর্জন করো অন্য সব রেখে।
আলো ছড়ানোর উপায় দু’টি
নিজে মোমবাতি হয়ে জ্বলো
নাহয় আয়নার মত আলোকে
প্রতিফলনে করো না যে ত্রুটি।
সফল মানুষ কাজ করে যায়
আর সফলতা আনতে যথেষ্ট
ভুল করে পরে ভুল শোধরায়
অকৃতকার্যে প্রশান্তি না পায়।