ছাত্র জীবনে বিজ্ঞানী এডিসন শেখার ক্ষেত্রে ধীর,খারাপআর স্কুলে ভালো করতে না পারায় স্কুল কর্তৃপক্ষ তাঁকে বের করে দেয় এবং তাঁর মায়ের কাছে একটি চিঠি দেয়; কিন্তু মায়ের একান্ত সহযোগিতা আরো তাঁর অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলে তিনি এক সুনামধন্য বিজ্ঞানী হতে পেরে ছিলেন।