বৃষ্টির জল
ফুটা ফুটা বৃষ্টি,
জমে হয় সৃষ্টি।
অথই জলরাশি,
নাবিকের হাসি।
কত নদী সাগর,
আরো মহাসাগর।
পুকুর বিল খাল,
নৌকায় ও পাল।
মাঝি ধরে হাল,
জেলে বায় জাল।
আনন্দ সীমাহীন,
চলছে বাধাহীন।
কত যেন মধুর,
যায় তারা বহুদূর।
অজানা দেশে,
উদাসীন বেশে।
দূর কত দূরান্তর,
অচীন তেপান্তর।