বোকার স্বর্গ

ধোঁকা দেয়ার প্রবণতা মানুষের মাঝে
সেই আগেকাল হতে বিদ্যমান রয়েছে
কোন সুনির্দিষ্ট অর্থ ছাড়া কেহো কেহ
আমাদের সমাজে ধোঁকাবাজ সাজে।

পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ আছে
নশ্বর জগতের আবহমান কাল থেকে
বিরাজমান একদল ধোঁকা দেয় বাকী
যত ধোঁকা প্রাপ্ত হয় আনাচে কানাচে।

যখনই দেখবেন টালবাহানা শুরু করে
দিয়েছে আপনার আশপাশের কোনো
লোক তখনই ধরে নিবেন অতি শীঘ্রই
ধোঁকার আশ্রয় নিতে যাচ্ছে এর পরে।

কখনো ধোঁকা খাওয়ার পরই মনে হয়
কোনো এক স্বপ্ন থেকে নশ্বর পৃথিবীর
বুকে এসে ঝাঁপ দিলাম যেখানে পাথর
ব্যতীত কিছুই যেনো স্মরণ রাখার নয়।

ধোঁকা দিয়ে হয়তো ভাবে বিজয়ী যারা
আসলে বোকার স্বর্গে বাস করে যাচ্ছে
কারণ তার প্রতিদান যেমন করে হউক
উপযুক্ত সময়ে ফেরত পেয়ে যায় তারা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *