ময়ত বাড়ি
কান্নার রোল
কেউ নীরব ও
নিস্তব্ধ চুখের
পানি মুছে দীর্ঘ
শ্বাস ফেলে নেই
কোন গন্ডগোল।
মৃতের কত
ভাই বোন মা
বাবা চাচা চাচী
দাদা দাদী ও
নাযাত প্রার্থী
আত্নীয় যত !
সকলের মুখে
দুঃখের ছাপ
কোরান হাদিস
তাসবী জপে
স্বজনের ব্যথা
সবারই বুকে !
লাশ বের করে
যেই ঘর থেকে
কান্না শুরু হয়
পরে সবে নিয়ে
পড়া শুনা করে
আর পথ ধরে!
জানাযার তরে
ঈদগাহে লোক
উপস্তিতিদের
বুক ভরা দুঃখ
সারিতে দাড়ায় ও
ঈদগাহ যায় ভরে।