মাইনিং অ্যাপ কী? বাংলাদেশ হতে টাকা তোলা যায় কোন কোন মাইনিং অ্যাপ দিয়ে ?

মাইনিং অ্যাপ হতে কিভাবে টাকা তোলা যায়?

মাইনিং অ্যাপ্লিকেশানগুলি হল এমন অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের তাদের ডিভাইসের প্রক্রিয়াকরণ শক্তি ব্যবহার করে কাজগুলি সম্পূর্ণ করে বা জটিল গাণিতিক সমীকরণগুলি সমাধান করে বিটকয়েন, ইথেরিয়াম এবং অন্যান্যের মতো ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে দেয় ৷

এই অ্যাপগুলি সাধারণত “মাইনিং” নামক একটি প্রক্রিয়া ব্যবহার করে যার মধ্যে ব্লকচেইন নেটওয়ার্কে লেনদেন যাচাই করা এবং বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি পুরস্কার পাওয়া জড়িত। 

বাংলাদেশে, বেশ কিছু মাইনিং অ্যাপ উপলব্ধ রয়েছে যা ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে এবং তাদের উপার্জন উত্তোলন করতে দেয়।

বাংলাদেশে যে সেল্ফ নামে একটি অ্যাপ আছে, এটাতে টাকা ইনভেস্ট করে ইনকাম করা কি আদৌ সম্ভব? আর সম্ভব হলেও কিভাবে?

অনলাইনে আয় করা যেমন সহজ তেমনই কঠিন । বিষয়টা হচ্ছে যদি আপনি অনলাইন ইনকামের একটি সঠিক রাস্তা পেয়ে যান তাহলে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না ।

কিন্তু আপনি যদি ভুল যায়গায় চেষ্টা করেন তাহলে আপনার সময় টাকা সবি লছ।

ইনভেস্টমেন্ট সাইট এ যারা কাজ করতে চান বা কাজ করেন তাদের একটা সিক্রেট কথা বলি ইনভেস্টমেন্ট সাইট মার্কেটে আসে তাদের লাভের জন্য আপনাদের লাভের জন্য না ।

আপনাকে কিন্তু কেউই জোর করবে না যে এখানে ডিপোজিট তোমাকে করতেই হবে বাধ্যতামূলক তা কিন্তু নয় |

তারা মানুষকে লোভ দেখায় এখানে ডিপোজিট করলে এতো পাবেন, এখানে করলে এতো পাবেন etc

আপনি মোবাইলে ভ্লগ বা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন।

কপি পেস্টের কাজও করতে পারেন যদিও মোবাইল দিয়ে করা কষ্টের । আপনি ক্লিকিং এর কাজ করতে পারেন।

Toloka:Earn Online একটা অ্যাপ আছে।ওটায় বিভিন্ন টাস্ক কমপ্লিট করে কামাতে পারেন।

প্রতি কাজে ৬০-৭০ টাকা পাবেন ।ধীরে ধীরে বাড়তেও পারে ।বড় কাজও পেয়ে যেতে পারেন।

আবারও বলছি,ধৈর্য্য মাস্ট লাগবে।

বাইনান্স অ্যাপ থেকে কি সত্যি উপার্জন করা যায়? আর যদি যায়ও, সেটা কিভাবে?

বাইনান্স হলো একটি পেমেন্ট পদ্ধতি। এখানে বিশ্বের সকল দেশের কারেন্সি বা অনলাইন টাকা এখানে কিনা বেচা করা যায়।

বিভিন্ন এয়াড্রপ অফারের টাকা বা আপনার যে কোনো অনলাইন টাকা এখানে কনভার্ট করে আপনার নিজের দেশের কারেন্সিতে নিতে পারবেন।

উপার্জন এর বিষয় হলো এখানে অনেক অফার বা সিস্টেম রয়েছে সেটা জানা নেই।

আসলেই এমন কোনো আসল অ্যাপ আছে কি, যার দ্বারা টাকা আয় করা যায়?

অ্যাপ থেকে টাকা ইনকাম করা । গুগল ইউটিউবে অনেক ধরনের এই ধরনের অ্যাপ পেয়ে যাবেন কিন্তু বেশিরভাগই ভুয়া ।

অনেকে আপনাকে এই সেই বুঝাবে যে এই অ্যাপটির দ্বারা এত টাকা কামাইতে পারিবেন । কিন্তু 10% হয়তো থাকতে পারে আর সব হতাশা তৈরি করবে ।

এই অ্যাপে টাকা আসলে কী করে দেখবো?

আমি যত দুর জানি এই অ্যাপে টাকা কামাতে হয়। আর টাকা কামাতে প্রচুর পরিশ্রম করতে হয়।

আপনার প্রোফাইল দেখে তো পরিশ্রমের নাম গন্ধও দেখতে পাওয়া যাচ্ছে না।

তাহলে টাকা আয় হবে কি করে আর আয় না হলে টাকা আসবেই বা কি করে আর দেখতে পাওয়ার তো প্রশ্নই উঠে না।

কোন অ্যাপ দিয়ে টাকা আয় করা যায়?

মোবাইল অ্যাপ্স দিয়ে ইনকাম করা যায়, তবে মোবাইল দিয়ে ইনকাম করার রাস্তায় না যাওয়াই ভালো ।

আপনি আজকে যেই অ্যাপসটি দিয়ে ইনকাম করবেন কালকে সেই অ্যাপটি বন্ধ হয়ে যেতে পারে, আপনি যে অ্যাপ দিয়ে কাজ করবেন সেই এপস টি যে কালকে বন্ধ হয়ে যাবে না এরম গ্যারান্টি কেউ কিন্তু আপনাকে দিতে পারবে না ।

আমার জীবনে দেখা বেশিরভাগ মোবাইল অ্যাপস কয়েকদিন কাজ করিয়ে নেয় কয়েকদিন ইনকাম দেয় তারপরে সেটা বন্ধ হয়ে যায়।

কেননা ৮০% মোবাইল অ্যাপসের মালিকি ইনকাম করে গুগল এডসেন্স দিয়ে।

প্রথম যখন এই অ্যাপসটি লঞ্চ করে তখন শুধুমাত্র এই ইনকামের রাস্তা টা বলে দেয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *