মিথ্যার অস্তিত্ব

সামাজিক কথা এলে কোন বিষয়ের শুনা যায়
সাদা সিধে মিথ্যার অস্তিত্ব থাকতে পারে কিংবা
অন্তত কিছু নির্দোষ মিথ্যা যা সবে দেখতে পায়।

যদিও আমরা মিথ্যা ধরে ফেলতে খুব দক্ষ নয়
তারপরও কিছু সহজ উপায় আছে যা কোনটি
মিথ্যা সহজে বুঝতে সাহায্য করার সুযোগ রয়।

মানুষের ও প্রাণী জগতের মধ্যে বিদ্যমান যতো
অসদাচরণের পেছনে কি কারণ অনুসন্ধানের
জন্য গবেষণা শুরু করেন জীব বিজ্ঞানী কতো।

প্রতারিত করার চেষ্টাকে আমরা মিথ্যাচার বলি
লোকজনকে তাদের কথা বা কাজ দিয়ে প্রায়ই
ধোকায় ফেলে শত চেষ্টায় সব মুক্তির পথে চলি।

প্রকৃতপক্ষে সাধারণ কথাবার্তায় যতো যা ঘটে
নিজের সত্যিকার মতামত বা মনোভাব প্রকাশ
করা সবসময় মোদের জন্য সেরাটা নাও জুটে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *