মোমবাতি
খোদা তায়ালা তুমি খালিক
যত কিছু আছে বিরাজমান
আকাশ পাতাল সহ মালিক।
আমরা সবই তোমার বান্দা
সুযোগে যারা যেভাবে পারে
সকলেই সর্বদা করছে ধান্দা।
কত আচানক স্রষ্টার লীলা
তাঁর চেয়ে বড় বিচিত্র ধারায়
আল্লাহর সৃষ্টি জগতের খেলা।
স্নেহের মানুষের স্মৃতিতে যারা
মৃত মানুষকে মোম জ্বালিয়ে
মনানন্দে স্মরণ করছে তারা।
কখনো বা মোম নিভিয়ে কত
জীবিত মানুষের ও জম্মদিন
পালন করে যেন যাচ্ছে শত।