যতো স্বার্থপর !
আমরা তো স্বার্থপর সব
মাটে ঘাটে বাজার হাটে
কেবলই নিজের মুনাফা
লাভে ব্যস্ত থাকি সামান্য
কিছুতে চলে কতো রব!
অন্যসব কি বিনিময় পেল
এতে কোনো ভ্রুক্ষেপ নেই
শতো পরিশ্রম করার পরে
মজুরী অল্প রেখে নিজের
অধিক থাকলে সার্থক হল!
কতো শতো সার্থপর জীব
দৈবাৎ কারো সম্মুখে কেহ
অন্যায় অবিচার যদি করে
তার কোনো প্রতিবাদ নেই
বরং ভুমিকা যেন নির্জীব!
আমরা সকল সৃষ্টির সেরা
যশ খ্যাতিতে উন্নত মোরা
চলাচল করনা তেড়াবেড়া
পরের হিতার্থে জীবন ধারা
কল্যাণে ভরে যাবে এ ধরা!