শতো অবদান !
মানুষের মধ্যে মহব্বত নাই
বর্তমান যুগে এসবের কিন্তু
একেবারেই লোপ পেয়েছে
যাহা সচরাচর দেখতে পাই।
স্নেহ মোহ মায়া যতো আছে
বেশিরভাগ ক্ষেত্রে ভাষাতেই
পরিলক্ষিত সকাশে যত রয়
বাস্তবে কিন্তু সব চলে গেছে।
মোরা যত মানুষ আছি সবে
অন্যের তরে যা দু:খ প্রকাশ
সহমর্মে অগ্রসর হলে খোদা
চাহেত সব দূরে নিবেন তবে!
অসহায়দেরই সাহায্য প্রদান
আরোও তাদের কষ্ট লাগবে
ভুমিকা নিয়ে সহায়তার হাত
বাড়াতে সবে রাখব অবদান!
দরিদ্রের সাহায্য করে গেলে
আল্লাহ, রাসুল (স.) খুশি হন
তাঁদের সন্তোষ্ঠিতে দুনিয়া ও
আখেরাতে যা আরাম মিলে!