শান্তি মিলে !
আশায় আশায় সবাই চলে
মানুষ সুখ সমৃদ্ধির তাগিদে
কতো কঠোর পরিশ্রম করে
জীবনে যেন প্রশান্তি মিলে।
ঐশ্বর্য্য বিত্তশালী হয় যারা
বসে থাকেনি এগিয়ে চলে
যাতে তাদের জীবন আরো
উন্নতি সমৃদ্ধি করবে তারা।
যাদের সম্বল অধিক আছে
তারাও সচ্ছলতা আনয়নে
কত কষ্ট সহ্য করতে থাকে
যেন সমৃদ্ধি লাভ হয় পাছে।
আমরা জীবদের মধ্যে শ্রেষ্ঠ
খোদা পাকের নির্দেশ মতো
চলে তাঁর ইবাদত বন্দেগীর
মাধ্যমে মুক্তিতে হবো সন্তুষ্ট !