শ্রেষ্ঠতম নবী
নবীজির শিরে চির সুনামের তাজ
সকল যামিনীও তাঁর শবে মেরাজ
যাঁর ব্যক্তিত্ব ইশরায় চাঁদ খানখান
সূর্য যাঁর মুঠোতে পায় নিজ সাজ।
মুহাম্মদী গুণের পর্দা সৃষ্টির রক্ষক
সৃষ্টি হলো মানুষের নিমিত্ত জাহান
তাঁর জন্যে মানুষ আর তিনি মহান
আর যতো যারা নাহি হবে ভক্ষক।
নবী ( স. ) তব তনে ছিল না ছায়া
সত্যই তাই যেনো হওয়ার কেননা
পবিত্র অস্তিত্ব তোমার আল্লার নূর
তাঁর প্রশংসাতে ভাগ্যে মিলে দয়া।
যারই বিন্দুতে বাধা উভয় জাহান
আহমদ প্রেরিত রাসূল প্রজ্ঞা যাঁর
সত্তায় গাথা আদম ( আ. ) থেকে
ঈসা ( আ.) সকলের সেরা মহান।